বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।
১৩টি পদের মধ্যে জাতীয়তাবাদী প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটটি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেল একটি সহ-সভাপতি, ম্যাগাজিন সম্পাদক ও তিনটি সদস্য পদসহ পাঁচটি পদে জয়লাভ করে।
অপর প্যানেল গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেউ বিজয়ী হননি।
শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত এ তথ্য দেন।
সহকারী রিটার্নিং অফিসার অ্যাডভোকেট পলাশ খন্দকার জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের শফিকুল ইসলাম টুকু ৩৬৩ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের গোলাম ফারুক পেয়েছেন, ২৮২ ভোট। অপর প্যানেল গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাইফুল ইসলাম পল্টু পেয়েছেন, ৩৩ ভোট।
৩৪৬ ভোটে পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের রফিকুল ইসলাম (১)। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের তবিবুর রহমান তবি পেয়েছেন, ১৬৭ ভোট।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির আবদুল লতিফ পশারী ববি পেয়েছেন, ১৬১ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে মাসফিকুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মাহফুজার রহমান মাসুদ ও সিরাজুল হক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুবা খাতুন সুখী এবং কার্যনির্বাহী সদস্য পদে জহুরুল ইসলাম জিয়া ও শিপন খাতুন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও মহাজোট প্যানেলের অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হাবিবুর রহমান (৩), ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স এবং কার্যনির্বাহী সদস্য পদে বেবী খাতুন, মিতা খাতুন ও রাকিবুল ইসলাম।
বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির গওহর আলী ভবনে শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৭২০ জন ভোটারের মধ্যে ৬৯৫ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করা হয়েছে।