বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে উপবৃত্তির টাকা তুলতে গিয়ে নিখোঁজ নবম শ্রেণীর স্কুল ছাত্রী পঞ্চমী সরকারের সন্ধান গত তিনদিনে মিলেনি।
মেয়েকে খুঁজে না পেয়ে তার পরিবারের সদস্যরা চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার বাবা আজ সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ ও স্বজনরা জানান, পঞ্চমী সরকার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের হরিপদ সরকারের মেয়ে। সে স্থানীয় ধুন্দার উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে।
পঞ্চমী গত ২ জানুয়ারি সকালে উপজেলা সদরে উপবৃত্তির টাকা তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়িতে ফিরেনি।
গত তিনদিন আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এতে তারা সকলে চিন্তিত হয়ে পড়েছেন।
তার বাবা হরিপদ সরকার সোমবার নন্দীগ্রাম থানায় সাধারণ ডায়েরি করেছেন। পঞ্চমী কোথায় যেতে পরে এ ব্যাপারে পরিবারের কেউ কোন মন্তব্য করতে পারছেন না।
নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া জানান, স্কুল ছাত্রী নিখোঁজের ব্যাপারে থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে পেতে চেষ্টা চলছে।