বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল প্রেসক্লাবে স্বাধীনতার ইশতেহার পাঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আজ সকালে এক আলোচনা সভার আয়োজন করে।
সভায় ১৯৭১ সালের ৩রা মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে লক্ষ লক্ষ ছাত্র-জনতার সম্মুখে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, অবিভক্ত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।
শাজাহান সিরাজ ওয়েল ফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রাবেয়া সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক, ইতিহাস খ্যাত চার খলিফার একজন নুর-ই-আলম সিদ্দিকী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রেজাউল হক চৌধুরী মুশতাক, ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, একুশে পদক প্রাপ্ত কবি ও সাবেক ছাত্রনেতা আল-মুজাহিদী।
টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু অডিটোরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে আলোচনা সভা পার্শ্ববর্তী হলরুম ভরে যায়।
ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত হন একাধিক আলোচক।