মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

গাজীপুরে ২১ হেফাজত নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের চান্দনা-চৌরাস্তা এলাকায় শুক্রবার দুপুরে হেফাজত কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বাসন থানায় ২৮১ জন হেফাজত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। 

এসআই কামরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার মধ্যরাতে ওই মামলা করেন। মামলায় ৩১জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরো ২০০/২৫০জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওইদিন মামলায় ২১ আসামিকে গ্রেপ্তার করেছে। 

বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, পুলিশের সরকারি কাজে বাঁধা ও দাঙ্গা করার অপরাধে ওই মামলা করা হয়েছে। মামলার ২১ আসামিকে ঘটনার দিনই গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পলাতক রয়েছে। 

গাজীপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার থোয়াই অং প্রু মারমা জানান, হেফাজত কর্মীরা চান্দনা ঈদগাহ মাঠে জমায়েত হতে থাকেন। পরে তারা পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভের চেষ্টা করে।

এসময় ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের উদ্দেশ্যে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এতে কমপক্ষে ৮জন পুলিশ সদস্য আহত হন।

একপর্যায় তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ ও রাবার বুলেট  নিক্ষেপ করে। মুসুল্লিরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। 

হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জানান, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে জুম্মার নামাজের পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদের হেফাজত কর্মী ও হেফাজতপন্থি মুসুল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেন।

এসময় পুলিশ গিয়ে আকস্মিকভাবে তাদের কর্মীদের উপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১৫জন হেফাজত কর্মী আহত হয়েছেন। 

এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়িরা আতঙ্কে তাদের দোকানপাট বন্ধ করে দেয়। পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও প্রায় আধাঘন্টা ধরে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com