শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন

দেশে আজ করোনায় ৫৩ জনের মৃত্যু হয়েছে

  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৪৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ রবিবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

গতকাল করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৫৮জনের মৃত্যু হয়েছে এবং পরশু ৫০ জনের মৃত্যু হয়েছে ।  

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের হার বা শনাক্তের হার ২৩.০৭ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণের হার ছিল ২৩.১৫ শতাংশ।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৯২৬৬ জন মৃত্যুবরণ করেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৫ শতাংশ ।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭০৮৭ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ছয় লাখ ৩৭ হাজার ৩৬৪ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৭০৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন।২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬.৬৮ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৮৭.২৩ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৮ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৭২৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৮৩ হাজার ৩৮৫ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের এগারো জন এবং ৬০ বছরের উপরে চৌত্রিশ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম ৯ জন, রংপুর ৩ জন, ময়মনসিংহ ৩ জন এবং রাজশাহী বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com