বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় ঢিলেঢালা লকডাউন চলছে। তৃতীয় দিন বুধবার শহরে জনগণের ভিড় দেখা যায়। সকাল থেকে গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সিএনজি অটো রিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক, অটো রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল করেছে। কয়েকটি মার্কেট ও বাস চলাচল ছাড়া জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। দোকান খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ বুধবার দুপুরে শহরের সাতমাথায় নিউ মার্কেটসহ সাতটি মার্কেটের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা শামীম সরকার, শিবলু আলী সরদার, সিরাজুল ইসলাম রতন, শাহীন মন্ডল, মামুন হোসেন, রেজাউল করিম, সোহেল, শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, অর্থনীতির চাকাসচল রাখতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার বিকল্প নেই। তারা স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার দাবি জানান।