শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ নিম্নাভিমুখী

  • আপডেট টাইম : বুধবার, ৫ মে, ২০২১
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণ নিম্নাভিমুখী অবস্থায় রয়েছে।

আজ বুধবার করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে, সোমবার ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং রবিবার ৬৯ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১১৭৫৫ জন মৃত্যুবরণ করেছে।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস সংক্রমণ বা শনাক্তের হার ৮.৫৯ শতাংশ। গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনাভাইরাস শনাক্তের হার ছিল ৮.৭১ শতাংশ, সোমবার ছিল ৮.৯৫ শতাংশ এবং রবিবার ছিল ৯.৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৭৪২ জন । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে সাত লাখ ৬৭ হাজার ৩৩৮ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৪৩৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ছয় লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।

২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১.০২ শতাংশ। গতকাল করোনা থেকে সুস্থতার হার ছিল ৯০.৭৮ শতাংশ ।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৮ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ২৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৬০ হাজার ৬৭৮ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের তেরোজন এবং ৬০ বছরের উপরে ত্রিশজন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ২৮জন, চট্টগ্রাম ১৬জন, খুলনা ৩জন, সিলেট ২জন এবং রাজশাহী বিভাগে ১জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com