শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

আজ করোনায় ৯৪ জনের মৃত্যু হয়েছে ।। সংক্রমণ ১২.০৭ শতাংশ

  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ১৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে আজ সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়েছে এবং করোনা সংক্রমণের হার ১২.০৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে, পরশু ৮০ জনের মৃত্যু হয়েছে, শুক্রবার ১১৭ জনের মৃত্যু হয়েছে এবং বৃহস্পতিবার ১০২ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬,১০৯ জন মৃত্যুবরণ করেছে।

আজ নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা সংক্রমণের হার ১২.০৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।

গতকাল নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্ত বা সংক্রমণের হার ছিল ১৪.১৪ শতাংশ, পরশু ছিল ১৩.৬৭ শতাংশ, শুক্রবার ছিল ১২.৭৮ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৩.৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৩৭২৪ জন এবং এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জন।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৬১৮৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৪,২১৮৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে ৪৫ জন পুরুষ এবং ৪৯ জন মহিলা।

আজ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ২৪৮ টি।

বয়স বিবেচনায় গত ২৪ ঘণ্টায় ১১ থেকে ২০ বছরের একজন,  ২১ থেকে ৩০ বছরের চারজন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন, ৪১ থেকে ৫০ বছরের তেরো জন, ৫১ থেকে ৬০ বছরের উনিশ জন, ৬১ থেকে ৭০ বছরের উনত্রিশ জন, ৭১ থেকে ৮০ বছরের সতেরো জন,  ৮১ থেকে ৯০ বছরের সাতজন এবং ৯১ থেকে ১০০ বছরের ২ জন মৃত্যুবরণ করেছে।

বিভাগভিত্তিক গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম ২৭ জন, সিলেট ৭জন, রাজশাহী ৬ জন, খুলনা ৫ জন, ময়মনসিংহ ৪ জন, রংপুর ১ জন এবং বরিশাল বিভাগে ১ জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com