বাংলা হেডলাইনস: দেশে আজ বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে এবং সংক্রমণ ৫.১৪ শতাংশ রেকর্ড করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩ আগস্ট সকাল ৮টা থেকে ৪ঠা আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানানো হয়।
গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, পরশুও তিনজনের মৃত্যু হয়েছে, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার তিনজনের মৃত্যু হয়েছে, শনিবারও তিনজনের মৃত্যু হয়েছে, শুক্রবার একজনের মৃত্যু হয়েছে, বৃহস্পতিবার চারজনের মৃত্যু হয়েছে, বুধবার পাঁচজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার চারজনের মৃত্যু হয়েছে, সোমবার পাঁচজনের মৃত্যু হয়েছে এবং রবিবার চারজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৩০০ জন মৃত্যুবরণ করেছে।
গতকাল করোনা সংক্রমণের হার ছিল ৬.৫৩ শতাংশ, পরশু ছিল ৭.৭২ শতাংশ, সোমবার ছিল ৫.৮৬ শতাংশ, রবিবার ছিল ৬.৩৮ শতাংশ, শনিবার ছিল ৬.৬৪ শতাংশ, শুক্রবার ছিল ৫.৮৪ শতাংশ, বৃহস্পতিবার ছিল ৬.৬২ শতাংশ, বুধবার ছিল ৬.৮৩ শতাংশ, মঙ্গলবার ছিল ৬.১৪ শতাংশ, সোমবার ছিল ৭.৮৪ শতাংশ এবং রবিবার ছিল ৭.০৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের একজন পুরুষ এবং একজন মহিলা। দুইজনই সিলেট বিভাগের । মৃতদের বয়স ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন এবং ৬১ থেকে ৭০ বছর বয়সের একজন।
গত ২৪ ঘণ্টায় ২৭৮ জনের করোনা শনাক্ত হয় এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৬৬৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৪১ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ৮২৯ জন। সুস্থতার হার ৯৬.৯৭ শতাংশ
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৫৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ৩০৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।