বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় এমপি গণমাধ্যম কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আলোচিত বিষয় সমুহের নানা সমস্যা সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন ‘আপনারা আজ যেভাবে নানা বিষয়ে অবগত করলেন তাতে ধন্য হলাম। অনেক বিষয় আমি জানতাম না, আশা করি সামনের দিন গুলোতে সকল সমস্যার সমাধানে সচেষ্ট হবো। আগামীতেও আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। আমার বাবা প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মৃতি ধরে রাখবো এবং বাবার মতোই মানুষের সেবা করার চেষ্টা করছি।’
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ইসরাইল বাবু, সাবেক সহসভাপতি এস, এম তফিজ উদ্দিন, সম্পাদক মোস্তফা কামাল, নির্বাহী সম্পাদক আব্দুল মজিদ, দিলিপ গৌড়, রুবেল, জিন্নাহ ফারুক, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক আব্দুল কুদ্দুস, নূরুল ইসলাম বাবু, আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা চেয়ারম্যান আ’লীগ নেতা খলিলুর রহমান সিরাজী, যুবলীগ নেতা বিপ্লব সরকার, আলী আসলাম, পারভেজ আহম্মেদ, ছাত্রলীগ নেতা বেলায়েত উল ইসলাম শাওন, আবু সায়েম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে শোকাবহ ১৫ ই আগষ্ট ও ৩রা নভেম্বর জেলখানায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।