বাংলা হেডলাইনস: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার এক শতাংশের নিচে অব্যাহত রয়েছে।
সংক্রমণের হার ০.৪৫ শতাংশ রেকর্ড করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০শে নভেম্বর সকাল ৮টা থেকে ১লা ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তথ্য জানানো হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ০.৮১ শতাংশ, পরশু ছিল ০.৭২ শতাংশ, সোমবার ছিল ০.৭৯ শতাংশ, রবিবার ছিল ০.৬৭ শতাংশ, শনিবার ছিল ১.০১ শতাংশ, শুক্রবার ছিল ০.৫৮ শতাংশ, বৃহস্পতিবার ছিল ০.৬৫ শতাংশ, বুধবার ছিল ০.৮৭ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৮৯ শতাংশ, সোমবার ছিল ০.৬৬ শতাংশ, রবিবার ছিল ০.৬৪ শতাংশ, শনিবার ছিল ১.১০ শতাংশ, শুক্রবার ছিল ০.৬৬ শতাংশ, বৃহস্পতিবার ছিল ১.২২ শতাংশ, বুধবার ছিল ১.০৫ শতাংশ, মঙ্গলবার ছিল ০.৯১ শতাংশ, সোমবার ছিল ০.৯২ শতাংশ এবং রবিবার ছিল ০.৮৫ শতাংশ।
গতকাল করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, পরশু একজনের মৃত্যু হয়েছে, সোমবারও একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি, সোমবার একজনের মৃত্যু হয়েছে, রবিবার কোনো মৃত্যু হয়নি, শনিবারও কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও কোন মৃত্যু হয়নি, বুধবার একজনের মৃত্যু হয়েছে, মঙ্গলবার কোনো মৃত্যু হয়নি, সোমবার দুই জনের মৃত্যু হয়েছে, রবিবার একজনের মৃত্যু হয়েছে, শনিবার কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি, বৃহস্পতিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, বুধবারও কোনো মৃত্যু হয়নি, মঙ্গলবারও কোনো মৃত্যু হয়নি এবং সোমবারও কোনো মৃত্যু হয়নি।
এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৯,৪৩৩ জন মৃত্যুবরণ করেছে।
গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনা শনাক্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬৫৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৬৯ জন সুস্থ হয়েছে এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৮৯৯ জন। আজ সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ । গতকালও সুস্থতার হার ছিল ৯৭.৫১ শতাংশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ২৬৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫১ লাখ ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।