বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসিত রূপসা পাড়ের খুলনা। এসময় আতশবাজিতে রঙিন হয়ে ওঠে চারদিক।
রোববার (১৮ডিসেম্বর) রাতে আর্জেন্টিনার সমর্থকদের জয়োল্লাস প্রকম্পিত হয়ে ওঠে সমগ্র নগরী । শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা কেউ বিশাল পতাকা নিয়ে ঢোল-বাদ্য পিটিয়ে আনন্দ শোভাযাত্রা করে। কোথাও কোথাও বের হয় মোটর শোভাযাত্রা।
আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক সবচেয়ে বড় মিছিল বের করে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে। ভুভুজেলা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন নানা বয়সের মানুষ।
জাকারিয়া হোসেন তুষার নামের এক আর্জেন্টিনার ভক্ত বলেন, আর্জেন্টিনার জয়ে বাধ ভাঙ্গা উল্লাস করছি।ম্যারাডোনা যুগ শেষ হবার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন চলে গিয়েছিলো হিমঘরে।সুদীর্ঘ অপেক্ষা শেষে আবারও সেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করল লিওনেল মেসি।