বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির দুর্গম নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূঁইয়াদাম এলাকায় বেড়ে ওঠা নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষের পথে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনার ঘর দেখতে যান নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলুর রহমান।
তার সফর সঙ্গী হিসেবে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো: আব্দুল মাজীদ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমানসহ সাংবাদিক ও গম্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল।
এসময় রুপনার চাকমার মা কালাসোনা চাকমা ঘরের দ্রুত কার্যক্রম হওয়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, আমার মেয়ে শ্রেষ্ঠ গোলরক্ষক হওয়ায় প্রধানমন্ত্রীর নিদের্শে আজ আমি পাকা বাসা পেয়েছি। আমি খুবই আনন্দিত যা ভাষায় বোঝাতে পারছি না।
জানুয়ারী মাসের শেষের দিকে কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো: আব্দুল মাজীদ। ঘরটি নির্মাণে ব্যয় হচ্ছে ১০ লক্ষ ৬৭ হাজার ৪৫৫ টাকা বলেও জানান প্রকৌশলী।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ গোলরক্ষক রুপনা চাকমার জরাজীর্ণ বাড়ির ছবি ভাইরাল হলে বিষয়টি চোখে পড়ে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এসময় যুক্তরাষ্ট্র থেকেই রুপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ও নেপালের মধ্যে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করে বাংলাদেশ নারী ফুটবল দল। রাঙ্গামাটির দুর্গম এলাকা কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়িতে রয়েছে এই দলেরই ঋতুপর্ণার বাড়ি ও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভুয়ো আদামে নারী দলের গোলরক্ষক রুপনা চাকমার বাড়ি।