বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে রিজার্ভ বাজার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চেঙ্গীমূখ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে তারা খোকন স্মৃতি ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।
রাঙ্গামাটি স্পোর্টস একাডেমী ও কনফিডেন্স এলিটের আয়োজনে ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গা মাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এসব টুর্নামেন্ট প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্ব বহন করে। নিয়মিত খেলাধুলা আয়োজন যুব সমাজকে মাঠমুখি করে। এর ফলে যুব সমাজ উন্নত দেশ গঠনে বলিষ্ট নেতৃত্ব দানে নিজেকে নিয়োজিত করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: হান্নানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমীর পরিচালক ওয়াশিংটন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার কানিপ সদস্য রমজান আলী, রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুকান্ত দাশ, রাঙ্গামাটি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছলিম উল্লাহ সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সাওয়াল উদ্দিন, সাধারন সম্পাদক মো: শাহজাহান, বিশিষ্ট ঠিকাদার মোঃ মাসুদ রানা প্রমুখ।
টুর্নামেন্টে ঋতিক ত্রিপুরা সেরা খেলোয়াড়, মো: সেলিম সেরা গোলরক্ষক, অজন্তা চাকমা সেরা গোলদাতা এবং রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমী সুশৃঙ্খল দল নির্বাচিত হন।