বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী মিম আকতারের (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ শনিবার রাতে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের বাড়ির শয়ন ঘর থেকে লাশটি উদ্ধার করে। পরিবার দাবি করেছে, পছন্দের জামা কিনে না দেওয়া সে অভিমানে আত্মহত্যা করে।
শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানান, মিম আকতার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়ার রিকশাভ্যান চালক আবদুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো। মিম শনিবার দুপুরে বাবা-মায়ের সাথে নতুন জামা কিনতে বাজারে যায়। পছন্দের জামা কিনে না দেওয়ায় সে মন খারাপ করে। বিকালে বাড়িতে ফিরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা টের পেয়ে থানায় খবর দেন।
বাবা আবদুর রাজ্জাক জানান, মিম একটা জামা পছন্দ করেছিল। কিন্তু সামর্থ না থাকায় সেটি কিনে দিতে পারেননি। আর এতে মন খারাপ করে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, পরিবার আত্মহত্যা দাবি করলেও এ ব্যাপারে নিশ্চিত হতে শনিবার রাতে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পেলে স্কুল ছাত্রী মিমের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।