বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা বাজারে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার কোনাগাতী গ্রামের মামুন (৩৫) ও কামারখন্দ উপজেলার চর ধোপাকান্দি গ্রামের খোকন (৪০)।
ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লেখিত বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।