শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

পাইকগাছায় চলাচলের একমাত্র সাঁকোটি ভেঙ্গে নদী পারাপারে দুর্ভোগ

  • আপডেট টাইম : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): পাইকগাছার চাঁদখালীর নৈর নদীর উপরের বাঁশ-কাঠের তৈরি সাঁকোটি ভেঙ্গে নদী পারাপারে চরম বিপাকে রয়েছেন দু’পারের অন্তত ৪ গ্রামের মানুষ।

স্থানীয়রা জানান, দু’ পারের মানুষের চলাচলালের সুবিধার্থে গত কয়েকবছর আগে
সাবেক ইউপি সদস্য আক্কাস আলীর নেতৃত্বে উপজেলার চাঁদখালী ইউনিয়নের উত্তর
গড়ের আবাদ বায়তুন নূর জামে মসজিদ সংলগ্ন নৈর নদীর উপর বাঁশ-কাঠ দিয়ে ওই
সাঁকোটি নির্মাণ করা হয়।
তথ্য অনুসন্ধানে জানাযায়, বিস্তীর্ণ অঞ্চলের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নৈর নদীর উত্তর পাশে অবস্থিত হওয়ায় কম সময়ে দু’ পারের কোমলমতি শিক্ষার্থীরাও ওই সাঁকোটি পার হয়েই বিদ্যাপিঠে পৌঁছাত। এর আগে শিক্ষার্থীরা দীর্ঘ মাটির রাস্তা পায়ে হেটে স্কুলে যাতায়াত করতো। সর্বশেষ বাঁশ-কাঠের তৈরি সাঁকোটি ভেঙ্গে পড়ায় দু’ পারের সর্বসাধারণদের সাথে ভোগান্তি পোহাতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদেরকেও।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাদা মো. আবু ইলিয়াস দুর্ভোগের
বিষটি নিশ্চিত করে দ্রুত সাঁকোটি সংষ্কারের কথা জানান। এছাড়া নৈর নদীর
দু’ পারের শিক্ষার্থীরাসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে
স্থায়ীভাবে সেখানে একটি ব্রিজ নির্মাণের বাবস্থা গ্রহণের কথাও জানান
তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com