বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বোরো ফসলের জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন এক প্রভাবশালী ব্যক্তি।
প্রভাবশালী ব্যক্তি উপজেলার ভারশোঁ ইউপির মোবারক হোসেনের ছেলে আল মামুন তুহিন।
স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাতের আধারে, ফসলি জমিতে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
পুকুর খননের ফলে বিপাকে পড়ছেন পার্শ্ববর্তী বোরো ফসলের জমি মালিকেরা। শুধু তাই নয়, শ্রেণী পরিবর্তন হয়ে ধানী জমি পরিণত হচ্ছে পুকুরে।
সরেজমিনে গেলে দেখা গেছে, উপজেলার ভারশোঁ ইউপির বাঁকাপুর মৌজার বাঁকাপুর বিলের মাঝখানে ৯ বিঘা বোরো ফসলের জমিতে এক্সকাভেটর (ভেকু) মেশিন বসিয়ে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা এসে পুকুর খননের জন্য নিষেধ করলেও জমির মালিক প্রশাসনের কথা কোন কর্ণপাত না করে রাতের বেলা পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা আরো জানান, পুকুর খনন হলে পার্শ্ববর্তী জমি মালিকেরা পড়বেন চরম বিপাকে। পুকুর খননের পর ব্যাহত হবে পার্শ্ববর্তী জমির ফসল উৎপাদন। অন্যদিকে বর্ষাকালে উন্মুক্ত জলাশয়ের মাছ এসে বাসা বাঁধবে বদ্ধ জলাশয়ে। এতে বিড়ম্বনার শিকার হবে মৎস্যজীবীরা। এজন্য স্থানীয় কৃষক ও মৎস্যজীবীরা পুকুর খনন বন্ধের দাবী জানিয়েছেন।
পুকুর খননের এব্যাপারে জমির মালিক আল মামুন তুহিন বলেন, এক ফসলি জমি এজন্য পুকুর খনন করছি। আপনাদের এব্যাপারে কিছু করার দরকার নেই। আপনি ভাঁরশো ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দেখা করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সাথে কথা হলে তিনি জানান, ফসলি জমিতে পুকুর খনন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।