শেখ নাদীর শাহ্,বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় একসাথে নরমাল ডেলিভারিতে তিন কন্যা সন্তানের জন্ম দিলেন বিউটি আক্তার (৩৫) নামের এক গৃহবধূ।
গত বুধবার পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে পর পর তিনটি
কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বিউটি আক্তার উপজেলার গদাইপুরের রবিউল সরদারের স্ত্রী।
সর্বশেষ মাসহ তিন কন্যা শিশু সুস্থ রয়েছেন।
গৃহবধূ বিউটি আক্তারের পিতা জানান, গত বুধবার তার মেয়ের প্রসব বেদনা শুরু
হলে পাইকগাছা সার্জিক্যাল ক্লিনিকে
নেওয়া হয়। সেখানে ডা. প্রভাত কুমার
দাসের দায়িত্বে নরমাল ডেলিভারিতে তিনটি কন্যা শিশুর জন্ম হয়। এসময় আল্লাহর
দরবারে শুকরিয়া জানিয়ে তার মেয়েসহ নাতনিদের জন্য সকলের নিকট দোয়া
প্রার্থনা করেন তিনি।