বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাগীচাপাড়া গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার দোকানঘর (কেত্তারপাড়া) গ্রামের মোঃ শাহ আলমের ছেলে মোঃ শিমুল সরদার (৩০) ও একই জেলার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে মোঃ আবু সাঈদ সরকার (১৪)। র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়কের দিক নির্দেশনায় বুধবার রাত সোয়া ৩ টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৯৪ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৮০ টাকা, ২টি মোবাইল ফোন ও কাঁচামাল বোঝাই ১টি পিকআপ জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।