বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বেটলিং মৌজার তিনটি গ্রাম অরুণ পাড়া, তারুম পাড়া ও নিউথাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও জ্বর। এতে তিনটি পাড়ার প্রায় শতাধিক মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় রয়েছে।
স্থানীয়দের দাবি দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না নিলে অবস্থা খারাপের দিকে যাবে। গত এক সপ্তাহ ধরে এসব এলাকার মানুষ জ্বর কাশি রক্ত বমি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। আশপাশে কোথাও কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র নাই। সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামে দ্রুত পৌঁছানো যাচ্ছে না মেডিকেল টিম ও চিকিৎসা সরঞ্জাম। তারা জানান, গ্রামগুলোতে দ্রুত মেডিক্যাল টিম পাঠানো না গেলে আক্রান্তদের অবস্থা আশঙ্কাজনক হয়ে যাবে। তাই দ্রুত টিম পাঠানোর দাবি জানিয়েছে তারা।
রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. নুয়েন খিসা জানান, ইতোমধ্যে বিষয়টি জেনেছেন ডায়রিয়া প্রধান কারণ নয় জ্বরের কারণে হয়ত কিছুটা দুর্বল হয়ে গেছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মী ও ব্র্যাকের একটি টিম কাজ শুরু করেছে। প্রয়োজনে আরো মেডিকেল টিম পাঠানো হবে।
এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম, সেখানে কোন স্যানেট্রিশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির উৎস নেই। তাই বর্ষা মৌসুমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায়। সেখানে যাওয়ার জন্য কোন সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। দ্রুত মেডিকেল টিম পাঠাতে হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্য প্রয়োজন বিষয়টি রাঙ্গামাটি জেলা প্রশাসকে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২০১৬ ও ২০২০ সালে সাজেকের এসব গ্রামে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে ৯ শিশু সহ ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়।