মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

চরাঞ্চলের শতবছরী কড়ই গাছ উপড়ে পড়েছে

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলে শতবছরী কালের সাক্ষী সেই কড়ই গাছটি উপড়ে পড়েছে। ছায়াদানকরা গাছটি উপড়ে পড়ায় জনমনে আক্ষেপের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলা মুখি সড়ক এলাকায় শুক্রবার দুপুরে শতবছরী কালের সাক্ষী ওই গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে যায়। এতে ওই সড়কে বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। পুলিশ ও জনতা ঘটনাস্থলে গিয়ে গাছটি সরিয়ে দেয় এবং প্রায় ৩ ঘন্টা পর ওই সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়।

চৌহালী থানার ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, শতবছরী গাছটি সম্ভ্যবত মাটি নরম হওয়ায় উপড়ে পড়েছে। এ অঞ্চলের বহু লোকজন কালের সাক্ষী গাছটি থাকা অবস্থায় ছায়া উপভোগ করতো। কিন্তু এ গাছটি উপড়ে পড়ে যাওয়ায় জনমনে আক্ষেপের সৃষ্টি হয়েছে। এ গাছের কিছু অংশ কেটে অনত্র নেয়া হয়েছে। এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু জানান, পুলিশের সহযোগিতায় ওই গাছের বড় অংশ অপসারণ করা হয়েছে। ইতিমধ্যেই ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com