বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার অয়োজনে শুক্রবার সকালে শহরের বাজার স্টেশন চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সালমান রহমানের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-দপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক অর্নব খান জয়, সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন, ক্রীড়া সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ।
বক্তারা বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন আগামী ১ সপ্তাহের মধ্যে চালু করতে হবে। তা না হলে বৃহত্তর অন্দোলনে যেতে বাধ্য হবে এবং তারা দ্রুত ট্রেন চালুর জন্য পশ্চিমাঞ্চল রেলের উদ্ধতন কর্মকর্তা বরাবর স্বারক লিপি পাঠাবেন।