বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেড়িপোটল গ্রামের সাবেক এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে ১৮৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করেছে সেনাসদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কাজিপুর উপজেলার বেড়িপোটল গ্রামে তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ১৮৩ বস্তায় পাঁচ হাজার ৪৯০ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে কাজিপুর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তাকে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।