শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

রোপা আমন বাম্পার ফলন ।। ধান কাটা শুরু

  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যেই এ ধান কাটা ও মাড়াই পুরোদমে শুরু হওয়ায় ব্যস্ত সময় পার করছে কৃষক-কৃষাণীরা। বাজারে এখন নতুন ধানের দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে কৃষকেরা ৭৫ হাজার ৭৭৬ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ করেছেন। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২১৬ মেট্রিক টন। তবে এ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।

শস্যভান্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিল এলাকার তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ ও শাহজাদপুর উপজেলার পশ্চিমাঞ্চলে এ চাষাবাদ বেশি হয়েছে। এ অঞ্চলের ধান কাটা ও মাড়াইয়ের দৃশ্য দেখলে মন জুড়ে যায়। এছাড়া জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানে এ চাষাবাদও ভালো হয়েছে এবং জেলার সবকয়টি উপজেলার বিভিন্ন স্থানে বৃ-৭৫, বৃ-৭১, বৃ-৭২, বৃ-৮৭ ও বিনা ১৭ উন্নতজাতের ধান চাষ করেছে কৃষকেরা। আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। বিশেষ করে রাতে কৃষকের বাড়ি মাঠে টুঙ্গি তুলে এ ধান মাড়াইয়ের ধুম পড়েছে। এ নতুন ধান এখন হাট-বাজারে উঠছে এবং দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। স্থানীয় কৃষকেরা বলছেন, এবার রোপা আমন চাষাবাদে খরচ কম হয়েছে। তবে ধান কাটা ও মাড়াই কাজে কামলার দাম কিছুটা বেশি হলেও বাজারে ধানের দাম ভালো রয়েছে। জমি থেকে ধান কাটার পর সেই জমিতেই সরিষা চাষাবাদ শুরু করা হয়েছে ও হচ্ছে। আর হাট-বাজারে কৃষকের এ নতুন ধান কেনা বেচারও প্রায় ধুম পড়ে গেছে। বর্তমানে প্রতিমণ ধান গড়ে সাড়ে ১১’শ থেকে ১৩’শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট উপজেলা গুদামগুলোতে এখনও সরকারিভাবে ধান ক্রয় অভিযান শুরু হয়নি। এ নিয়েও স্থানীয় কৃষকের মধ্যে নানা আলোচনাও উঠেছে।  জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হারুন অর রশীদ বলেন, সরকারের নির্ধারিত মূল্যে খুব শীঘ্রই রোপা আমন ধান ক্রয় অভিযান শুরু হবে। ইতিমধ্যেই সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আহসান শহীদ সরকার বলেন, এবার জেলায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com