সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

অবৈধভাবে ইউপি প্রশাসক নিয়োগের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা না দিয়ে প্রশাসক নিয়োগের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরের নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ৮ ইউনিয়নের সাধারণ মানুষের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সদস্য আয়নুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, গত ৩ মাস ধরে ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান না থাকায় প্যানেল চেয়ারম্যানরা জনগণের সেবা দিয়ে আসছিলো। কিন্তু হঠাৎ করে প্যানেল চেয়ারম্যানদের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব না দিয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করবে নাকি ইউনিয়নের সাধারণ মানুষকে সেবা দিবে। দ্রুত এই অবৈধ প্রশাসকের নিয়োগ বাতিল করে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব প্রদানের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com