সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

কোনো একক শক্তি দিয়ে দুর্নীতি রোধ সম্ভব নয়: ইলিয়াস কাঞ্চন

  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, কোনো একক শক্তি দিয়ে দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দেশে দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্নীতি রোধ করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যেভাবে ৫ আগস্ট সব মানুষ একত্র হয়ে স্বৈরশাসক ও ফ্যাসিবাদকে এ দেশ থেকে দুর  করেছে। ঠিক তেমনিভাবে দুর্নীতিকে দুর করতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধ ছাড়া দেশ থেকে দুর্নীতি দুর সম্ভব না। এ দেশে যখন কোনো সন্তান জন্ম নেয়, সেই সন্তান দুর্নীতির মধ্য দিয়েই বড় হয়। কারণ একজন মায়ের পেটে সন্তান যখন ভ্রূণ হিসেবে আসে তখন চিকিৎসকের পরামর্শ নেই। আর চিকিৎসকরা সিজার করতে বলেন। সিজার করতে হবে কেন? সারা পৃথিবীতে যখন নরমাল ডেলিভারি। আমাদের দেশে সিজার কেন? এই সিজারিয়ান তো তখন করতে হবে, যখন ওই মায়ের জীবন হবে সংকীর্ণ। অথচ এ দেশের হাসপাতাল, চিকিৎসক ও নার্সরা বেশি উপার্জনের জন্য মায়েদের সিজার করতে বাধ্য করছেন। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন দুধ ও ওষুধের প্রয়োজন হয়। তখন সেটাতেও ভেজাল। এভাবেই বড় হয় শিশুরা।

সন্তান যখন স্কুলে ভর্তি করানোর সময় যতবড় স্কুল ততবড় ডোনেশন। এসব অসংখ্য দুর্নীতির সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সন্তানকে বড় করতে হচ্ছে।

সন্ধান ফাউন্ডেশনের সভাপতি ডা. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মেয়র পৌর মেয়র মোশারফ হোসেন আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ আব্দুল মোত্তালেব, উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সন্ধান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com