বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় অভিযান চালিয়ে হেরোইনসহ সাজাপ্রাপ্ত বিএনপি নেতা বাবু শেখ (৪৫) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতারকৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার মৃত দানেজ শেখের ছেলে।
এছাড়াও সে একটি মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
সিরাজগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল নাহিদ আল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে চলতি বছরের ৭ জুলাই সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আবুল বাশার মিঞা মাদকের একটি মামলায় বাবু শেখকে ৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জানিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।