বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই এ মামলা তদন্ত শুরু করেছে। কাজিপুর থানার ওসি নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারে ওই শিল্পীর সমর্থকরা বিএনপির প্রচারণা করছিল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তার কমপক্ষে ১১ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে রবিউল হাসান (টেনিস) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে জেলা বিএনপি এ ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন। এ কমিটিকে আগামী ২ কর্মদিবসের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এনামুল হকের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা সাংবাদিকদের বলেন, এ হামলার ঘটনাটি একদম অনাকাঙ্খিত ।