সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

কনকচাঁপার সমর্থকদের ওপর হামলা ঘটনায় থানায় মামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় ২৬ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই এ মামলা তদন্ত শুরু করেছে। কাজিপুর থানার ওসি নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারে ওই শিল্পীর সমর্থকরা বিএনপির প্রচারণা করছিল। এ সময় উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে তার কমপক্ষে ১১ জন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে ৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শুক্রবার দুপুরে রবিউল হাসান (টেনিস) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে জেলা বিএনপি এ ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন। এ কমিটিকে আগামী ২ কর্মদিবসের মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এনামুল হকের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা সাংবাদিকদের বলেন, এ হামলার ঘটনাটি একদম অনাকাঙ্খিত ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com