বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১২৩ গ্রাম হেরোইনসহ মোঃ আলিফ হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃত আলিফ রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মহাড়াপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়কের দিকনির্দেশনায় র্যাব-১২’র সদস্যরা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ জেলা সদরের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১২৩ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৪৭০ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।