মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরখাস্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শ্লোগান ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা প্যাডে বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যাঞ্চেলর এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ওই শ্লোগান লেখা প্যাডে বিজ্ঞপ্তি দেয়ার বিষয়টি বুধবার সন্ধ্যায় নজরে আসার পর উপাচার্য মহোদয়ের অনুমোদনক্রমে রাত সাড়ে ১০ টার দিকে গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ওই শ্লোগান লেখা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড ব্যবহার করে বিজ্ঞপ্তি দেয়ার অভিযোগটি পর্যালোচনা করা হয়েছে। এ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণবিধির বিধি ৪ লঙ্ঘিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা ১১ (৭) এবং বিশ্ববিদ্যালয আচরণবিধির বিধি ১৩ মোতাবেক অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোঃ গোলাম সরোয়ারকে সামযকি বরখাস্ত করা হলো। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে সোমবার (১৩ জানুয়ারি) ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগান লেখা প্যাডে গোলাম সরোয়ার স্বাক্ষরিত  একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিটি বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম হাসান তালুকদার সাংবাদিকদের বলেন, এমন বিষয়টি নজরে আসার সাথে সাথে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com