বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঁটিবেলাই গ্রামে ফুলজোড় নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
এদের মধ্যে ঝাঁটিবেলাই গ্রামের রাজ্জাকের ছেলে কলেজ ছাত্র রাফিমের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ২ জনের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজগঞ্জ শহর এলাকার ২ বন্ধু শুক্রবার বিকেলে বন্ধু রাফিমের বাড়িতে বেড়াতে আসে এবং শনিবার দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার কাটতে কাটতে একপর্যায়ে ৩ বন্ধুই নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার অভিযান শুরু করে।
অভিযানে সন্ধ্যা ৬ টার দিকে কলেজ ছাত্র রাফিমের লাশ উদ্ধার করা হলেও অপর ২ বন্ধুর সন্ধানে এখনও অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নদীর উভয়পাড়ে পরিবারের এলাকাবাসীর শোকের মাতম আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে।