শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোয়ালে কেনার ঘটনায় তদন্ত কমিটি

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসারের বিরুদ্ধে ভাইস চ্যান্সেলরের (ভিসি) বাসভবনের তোয়ালে কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর রবির ভিসির বাসভবনে ব্যবহারের জন্য শাহজাদপুরের মনিরামপুর বাজার এলাকার ময়না ক্লোথ স্টোর থেকে ১২০০ টাকা করে মোট ৪৮০০ টাকায় ৪টি চাইনিজ তোয়ালে কেনেন সেকশন অফিসার বুলবুল আহমেদ। বিষয়টি ভিসির অস্বাভাবিক মনে হওয়ায় ব্যাখাসহ পুনরায় উপস্থাপনের জন্য ট্রেজারারকে নির্দেশ দেন। পরে ট্রেজারার ভাউচার নিয়ে ওই স্টোরে খোঁজ নিয়ে জানতে পারেন যে সেখানে এমন ধরণের তোয়ালে বিক্রি হয় না। এ ব্যাপারে গত ২৭ জানুয়ারি ভিসির অনুমোদনে ২ সদস্যে বিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করেছেন রবির প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া। কমিটির প্রধান ড. সুমন কান্তি বড়ুয়া নিজেই। অপর সদস্য হলেন, রবির রেজিস্ট্রার দপ্তরের আইন কর্মকর্তা ড. খান মোহাম্মদ আরমান শোভন।

সুমন কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, অভ্যন্তরীণ স্বচ্ছতার জন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং এটি সেরকম বড় কোনো ঘটনা নয়।

রবির অপর একজন কর্মকর্তা বলেন, তোয়ালের দাম প্রায় ৫ হাজার টাকা হলেও সন্দেহ দূরীকরণে এ কমিটি গঠন করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করে রবির সেকশন অফিসার বুলবুল আহমেদ বলেন, আমার বিরুদ্ধে এ অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমি চাইনিজ তোয়ালে ময়না ক্লোথ স্টোর থেকেই কিনেছি। তদন্ত সাপেক্ষেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com