বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরে ২ মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন। এ সংঘর্ষে পাল্টাপাল্টি হামলায় কয়েকটি বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে এবং উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।
থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে শহরের থানা রোড এলাকায় একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে উভয় মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছিল। এ সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১১ জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতারা ঘটনাস্থলে গিয়ে এ সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় একটি ইটের টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবরে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সেখানে পুলিশি টহল জোরদার করা হয়েছে।