শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

আ’লীগের ৬ নেতার রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস,পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী অংশগ্রহণের সময় হামলা ও নাশকতা সৃষ্টির মামলায় আটক আওয়ামী লীগের ৬ আসামিকে দুই দিন রিমান্ড শেষে শনিবার (১৫ ফেব্রুয়ারী) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালে ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধানের শীর্ষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের জন্য উপজেলা ছাত্রদলের নেতৃত্বে ১০ টি মোটর সাইকেল, মাইক্রোবাস যোগে পৌর সদরের সামনে টাউন স্কুল এর সামনে আসলে আগে থেকে সংবাদ পেয়ে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টি করে। 

ঐ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের ১০টি মটরসাইকেল ও মাইক্রোবাস ভাঙচুরসহ নেতা-কর্মীদের মারপিট করে আহত করা হয়।

ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্যসহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয আরও ৫০-৬০ জনকে আসামী করে ২০২৪ সালে ২৯ আগস্ট পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১৪। 

ওই মামলায় এজাহার নামীয় উপজেলার বাতিখালীর হারুনর রশীদ এর ছেলে আওয়ামী লীগ নেতা প্রভাষক ময়নুল ইসলাম (৪৪), ভিলেজ পাইকগাছা গ্রামের মোসমেল মোড়লের ছেলে আজিজুল হাকিম (৪০), বান্দিকাটি গ্রামের সোবহান মোড়লের ছেলে সাবেক কাউন্সিলর গফ্ফার মোড়ল (৩৮), আলমতলা গ্রামের সামাদ মোড়লের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক (৩৫), লক্ষ্মী খোলা গ্রামের মৃত আরশাদ আলী তরফদারের ছেলে যুবলীগ নেতা ইউপি সদস্য হাসানুজ্জামান তরফদার (৪০), একই এলাকার মৃত ইমান আলী মোল্যার ছেলে লুৎফর রহমান (বাচ্চু) কে আটকের পর ১৩ ফ্রেব্রুয়ারী দুই দিন রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, আটককৃত ছয় আসামিকে আদালতে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। 

রিমান্ড শেষে শনিবার (১৫ ফেব্রুয়ারী সকালে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও ওই মামলায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে উপজেলার লস্কর গ্রামের আমিন উদ্দিন সানার ছেলে জাকির সানাকে (৩৪) গ্রেফতার করে জেলে হাজতে পাঠানো হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com