বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চৌহালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং তারা পারস্পরিক বিরোধি বক্তব্যও দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দিকে বাবলাতলা এলাকায় ওই কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসে প্রবেশ করছিল। এ সময় প্রত্যাশিত পদ না পাওয়া এবং বঞ্চিতরা তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে ফুলের মালা গলায় দিয়ে কলেজ ক্যাম্পাসে ঘুরছিলেন।
এদিকে শুক্রবার দুপুরে বিএনপির পার্টি অফিসের সামনে ছাত্র দলের একাংশ পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেন কলেজ ছাত্রদলের একাংশ।
এ ঘটনায় ছাত্রদলের আংশিক কমিটির নেতৃবৃন্দ কমিটি বাতিলের দাবি শ্লোগান দেয়। এরআগে বুধবার দুপুরে কলেজ শাখা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। চৌহালী থানার ওসি জিয়াউর রহমান জানান, কলেজ শাখা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে রাব্বি ও ছাব্বির গ্রুপের মধ্যে বাকবিতন্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। তবে এ বিষয়টি স্থানীয় নেতৃবৃন্দ মিমাংসার চেষ্টা করছেন বলে তিনি উল্লেখ করেন।