বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ গেট থেকে এ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বাজার স্টেশনে গিয়ে এ র্যালী শেষ হয়।
ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজার নেতৃত্বে এ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে মাহে রমজানের পবিত্রতা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয় এবং ধর্মপ্রাণ মুসলমানদের যথাযথভাবে রমজানের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। র্যালিতে শহর শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করে।