বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির আহমেদ সিফাত, ভেটেনারি সার্জন ডাঃ সাহেদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, সমাজ সেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, নির্বাচন অফিসার বাহারুল ইসলাম প্রমুখ। এছাড়া শিক্ষক ছরোয়ার হোসেন, সেরাজুল আলম, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, স্কাউটের সম্পাদক আলী আকবর মাষ্টার, শিক্ষক শরিফুল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।