বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুলইসলাম বলেছেন, আগে যমুনা বহুমুখী সেতুর রেললাইন দিয়ে পণ্যবাহী ভারি ট্রেন চলাচল করতে পারতো না। কিন্তু মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা রেলসেতু দিয়ে ভারি ট্রেন চলাচল করতে পারবে এবং নিয়মানুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে।
যমুনা রেলওয়ে সেতু উদ্বোধনের পর মঙ্গলবার দুপুরের দিকে এ সেতুর পশ্চিমপাড় সায়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতু রেললাইনের জন্য নির্মাণ না করা হলেও সেতুতে রেল চলাচলের জন্য রেললাইন বসানো হয়েছিল। পরবর্তিতে সেতুতে ফাঁটল দেখা দেয়ায় এবং সময় ও উন্নয়নের প্রয়োজনে দেশের বৃহত্তম এই রেলসেতু জাইকার অর্থায়নে নির্মাণ করা হয়েছে। পরিক্ষামূলকের পর যদিও গত ১২ ফেব্রুয়ারিতে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করা হলেও আজ (মঙ্গলবার) বৃহত্তম এ রেলসেতুর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।
বর্তমানে ট্রেনে চলাচল করা যাত্রীদের সেবা বাড়ানো হয়েছে উল্লেখ করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যমুনা রেল সেতুতে এখন পর্যন্ত কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান, জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।