বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা সেতু উদ্বোধনের পর ২৭ বছরে সর্বোচ্চ টোল আদায়ের রের্কড গড়েছে। গত ২৪ ঘণ্টায় এ সেতুর ওপর দিয়ে ৬৪ হাজারেরও বেশি যানবাহন পারাপারে ৪ কোটির টাকারও বেশি টোল আদায় হয়েছে।
স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ বাড়ি ফিরছেন। এ কারণে উত্তরবঙ্গ মহাসড়কে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার (৪ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (৫ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার ৯৫০ টাকা। এরমধ্যে সেতুর পূর্ব টোল প্লাজায় ৪৩ হাজার ৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা এবং পশ্চিম টোল প্লাজায় ২১ হাজার ২৮০টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৮ লাখ ১০ হাজার ২৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, যমুনা সেতু উদ্বোধনের পর ২৭ বছরে সর্বোচ্চ ৪ কোটি ১০ লাখ ৪০ হাজার ৯৫০ টাকা টোল আদায়ের মাধ্যমে নতুন রের্কড গড়লো। এর আগে ২০২৪ সালের ১৪ জুন পবিত্র ঈদুল আজহার আগে যমুনা সেতুতে সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছিল। সেসময় গাড়ির চাপের কারণে সেতুর উভয় টোল প্লাজায় ৩টি করে মোট ৬টি অতিরিক্ত বুথ স্থাপনের মাধ্যমে টোল আদায় করা হয়েছিল। বর্তমানে সেতুর উভয় টোল প্লাজায় মোট ১৮টি ও মোটরসাইকেলের জন্য আরও ৪ টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।