বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামে রাশিদুল ইসলাম রাসু (৩৫) নামে এক রাজমিস্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় রিকশাচালক প্রেমিকের সাথে যোগসাজশে শ্বাসরোধে রাজমিস্ত্রী রাসুকে হত্যার পর লাশ বস্তায় ভরে পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংকে ফেলে দেয়া হয়।
নৃশংস এ হত্যার ঘটনায় মামলা দায়েরের পর হত্যারহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী আন্না খাতুন (৩৫) ও একই গ্রামের কাবেদ আলীর ছেলে রিকশাচালক সুমন রেজা (৩০)।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত গ্রামের আন্না খাতুনের স্বামী আলাউদ্দিন প্রায় ২ বছর আগে বিদেশে চলে যায়। স্বামীর অনুপস্থিতির সুযোগে আন্না খাতুন প্রতিবেশী রিকশাচালক সুমনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। হত্যাকান্ডের ৪/৫ দিন আগে রাজমিস্ত্রি রাশিদুল তাদের অবৈধ কর্মকান্ড দেখে ফেলে এবং তার সাথেও শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়া হয়। তা না হলে সবকিছু প্রকাশ করে দেয়ার হুমকি দিচ্ছিল বলে দাবি আন্না খাতুনের। একারণে প্রেমিক সুমন ও আন্না খাতুন রাশিদুলকে হত্যার পরিকল্পনা করে। এ পরিকল্পনার অংশ হিসেবে ৩০ মে রাতে মোবাইলে ফোন করে রাশিদুলকে আন্না খাতুনের বাড়িতে ডেকে নেয়া হয়। ফোন পেয়ে রাশিদুল আন্না খাতুনের বাড়িতে যাওয়ার পর আগে থেকে গোয়াল ঘরে ওঁৎপেতে থাকা সুমন রাশিদুলকে ওড়না দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে। এ ঘটনার পর দুজনে মিলে রাশিদুলের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে এবং গরুর দড়ি দিয়ে হাত-পা বেঁধে লাশ বস্তায় ভরে রেখে দেয়া হয়। এরপর গভীর রাতে প্রতিবেশী মৃত আব্দুস সালামের পরিত্যক্ত বাড়িতে সেপটিক ট্যাংকের ভিতরে লাশ ফেলে দেয়া হয়। নৃশংস এ হত্যাকান্ডের ৬ দিন পর বৃহস্পতিবার (০৫ জুন) দুপুরে সেপটিক ট্যাংকের ভিতর রাজমিস্ত্রী রাশিদুলের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবু সাঈদ বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। শনিবার (৭ জুন) ঈদের দিন দুপুরে আন্না খাতুনকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির পর রবিবার রাত দুইটার দিকে উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর বাজার থেকে প্রেমিক রিকশাচালক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রবিবার বিকেলে আসামিদের আদালতে পাঠানো হলে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন ওসি।