বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রবীন্দ্র কাছারিবাড়ির কর্মচারীরা এক দর্শনার্থীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানববন্ধন শেষে কাছারিবাড়ির অডিটরিয়াম ভাংচুর করা হয় এবং কাছারিবাড়ির পরিচালক সিরাজুল ইসলামকে (৪৫) মারধর করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গত রবিবার বিকেলে একই এলাকার শাহনেওয়াজ নামে এক দর্শনাথী তার স্ত্রী সন্তান নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে বেড়াতে আসে। এ সময় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নিয়ে টিকিট দেয়া হয়। তবে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনো টোকেন দেয়া হয়নি। ওই দর্শনার্থী কাছারিবাড়ি ঘুরে বের হওয়ার সময় মোটরসাইকেলের টিকিট দেখতে চায় প্রধান ফটকে এক কর্মচারী। এ টিকেট দেখাতে ব্যর্থ হওয়ায় ওই কর্মচারীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কাস্টোডিয়ানসহ কর্মচারীরা তাকে অফিসে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সংবাদে তার অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ব্যাপারে শাহনেওয়াজ বাদী হয়ে ওইদিন রাতেই সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা কাছারিবাড়ি অডিটোরিয়ামে হামলা চালিয়ে জানালা, দরজাসহ আসবাবপত্র ভাংচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাস্থল এলাকায় এখন পুলিশ মোতায়েন রয়েছে বলে উল্লেখ করেন ওসি।