বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থী প্রবেশ বন্ধ

  • আপডেট টাইম : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারিবাড়ির অডিটোরিয়ামে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

কাছারিবাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলাটি দায়ের করেন। সেইসাথে অডিটোরিয়ামে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি তদন্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি সরাসরি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে জানিয়ে তিনি বলেন, অনিবার্য কারণবশত অডিটোরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এদিকে রবীন্দ্র কাছারিবাড়ির মত জনগুরুত্ব স্থাপনা ভাংচুরের ঘটনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার (৮ জুন) বিকেলে একই এলাকার শাহনেওয়াজ নামে এক দর্শনাথী তার স্ত্রী সন্তান নিয়ে রবীন্দ্র কাছারিবাড়িতে বেড়াতে আসে। এ সময় দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নিয়ে টিকিট দেয়া হয়। তবে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য টাকা নিয়েও কোনো টোকেন দেয়া হয়নি। ওই দর্শনার্থী কাছারিবাড়ি ঘুরে বের হওয়ার সময় মোটরসাইকেলের টিকিট দেখতে চায় প্রধান ফটকের এক কর্মচারী। এ টিকেট দেখাতে ব্যর্থ হওয়ায় ওই কর্মচারীর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কাস্টোডিয়ানসহ কর্মচারীরা তাকে অফিসে আটকে রেখে নির্যাতন করা হয়। এ সংবাদে তার অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতারা তাকে উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (১০ জুন) ‘শাহজাদপুরের সর্বস্তরের জনসাধারণ’ ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা কাছারিবাড়ির ভেতরে ঢুকে অডিটোরিয়ামের দরজা ও জানালা ভাংচুর করে। এরই প্রেক্ষিতে কর্তৃপক্ষ কাছারিবাড়ি অডিটোরিয়ামে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

অডিটোরিয়াম ভাংচুরের ঘটনায় মামলা দায়েরসহ বিষয়টি তদন্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বুধবার (১১ জুন) গঠিত তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com