শেখ নাদীর শাহ্, বাংলা হেডলাইনস, পাইকগাছা (খুলনা): পাইকগাছা- সোলাদানা সড়কের স্লুইচ গেটের মাঝ বরাবর ভেঙ্গে বড় খাদের সৃষ্টি হয়েছে।
এমন পরিস্থিতিতে সড়কে ভারী যানচলাচল বন্ধ থাকার পাশাপাশি অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে নসিমন,করিমন, ভ্যান, ইজিবাইকসহ মোটরসাইকেল।
স্থানীয়রা অতিদ্রুত সড়কের ঐ এলাকা সংষ্কারের দাবি
জানিয়েছেন, অন্যথায় যেকোন সময় সড়কটি যান চলাচলের বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন।
স্থানীয়রা জানান, পাইকগাছা-সোলাদানা জনগুরুত্বপূর্ণ সড়কের সোলাদানা বাজার এবং সোলাদানা
মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের একটি স্লুইচ গেট রয়েছে।
গেটটি দিয়ে দু’পাশের বিস্তীর্ণ অঞ্চলের পানি সরবরাহ হয়।
তবে স্লুইচ গেটটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় তা জরাজীর্ণ ও দূর্বল হয়ে পড়ে। প্রায়
বছর দ’ুই আগে স্লুইচ গেটের মাঝখানে অনেকটা অংশ জুড়ে বসে যায় এবং সেখানে বড় ধরণের ফাটল
দেখা দেয়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১২ জুন) সকালে ক্ষতিগ্রস্ত স্থানে অনেকটা জায়গা জুড়ে
ভেঙ্গে যাওয়ায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মালামাল বহণকারী এবং ভারী কোন যানবাহন চলাচল
বন্ধ হয়ে গেছে।চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট ছোট যানবাহন।
ব্যবসায়ী সিদ্দিক গাজী বলেন, স্লুইচ গেটের ঠিক মাঝখানে ভেঙ্গে যাওয়ায় মালবাহী কোন যানবাহন
চলাচল করতে পারছে না।
স্থানীয় পথচারী গৃহবধূ পিরু বেগম বলেন, এটি অত্র এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি
দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।
ভ্যান চালক নজরুল ইসলাম বলেন, যাত্রী নামিয়ে দিয়ে কোন ভাবে ভ্যানটি পার করে চলাচল করছি।
বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে সেখানে। অসাবধানতাবশত কখনো এই গর্তে চাকা
পড়লেই যানবাহনের ক্ষতি হচ্ছে।
ইজিবাইক চালক সমিতির সভাপতি ইসমাইল হোসেন বলেন যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না অনেকটাই
বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছি।
সোলাদান ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য প্রবীর কুমার গোলদার বলেন, স্লুইচ গেটটি
পুরাতন ও দীর্ঘ দিন সংষ্কারের অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এর আগে একবার সংস্কার করা হয়েছিল। তবে
সেখান থেকেই ফের বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী
প্রকৌশলী কে অবহিত করা হয়েছে বলেও জানান স্থানীয় এ জনপ্রতিনিধি।