বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন ভাতাভোগীদের মোবাইল একাউন্টে নগদ কার্যক্রম চালু হয়েছে।
ফলে ভাতাভোগীরা এখন থেকে মোবাইল একাউন্টের মাধ্যমে প্রতি মাসে ভাতা গ্রহণ করতে পারবেন।
সোমবার সকালে জাগীর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানিকগঞ্জ সদর উপজেলার ভাতাভোগীদের একাউন্ট মোবাইল ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান ‘নগদ’ এ খোলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন।
জাগীর ইউনিয়নের ঢাকুলী গ্রামের ৪নং ওয়ার্ডের বয়স্কভাতা ভোগী আছমা বেগমের নগদ মোবাইল একাউন্ট খোলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে সদর উপজেলার সবগুলো ইউনিয়নের ভাতাভোগীরা এই সুবিধা পাবেন। এতে ঘরে বসেই কোন ধরণের ঝামেলা ছাড়াই ভাতাভোগীরা মোবাইল একাউন্টে প্রতি মাসে ভাতা পেয়ে যাবেন।
জাগীর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা মিলে মোট ১ হাজার ৩২০ জন ভাতাভোগীর কার্যক্রম শুরু হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের এটিও একটি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীরা ঘরে বসেই ভাতা পেয়ে যাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং ২০৪১ সালের কর্মপরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে। আগামী প্রজন্ম উন্নত রাষ্ট্রের সুফল ভোগ করতে পারবে।