বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের বিচারের দাবিতে রাঙ্গামাটি প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় কর্মরত সাংবাদিকরা এক মিনিট নীরবে দাড়িয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের স্মতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় ক্লাবের সহ সভাপতি ও ইউএনবি রাঙ্গামাটি প্রতিনিধি অলি আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, ক্লাবের কোষাধ্যক্ষ ও এটিএন বাংলা-এটিএন নিউজ রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী, প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি প্রতিনিধি জাহেদা বেগম, দৈনিক পার্বত্য চট্টগ্রামের বার্তা সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য শংকর হোড়, দৈনিক বাংলাদেশ টুডের রাঙ্গামাটি প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য মো শফিকুর রহমান, দৈনিক রাঙামাটির প্রতিবেদক ও প্রেসক্লাবের সদস্য মঈন উদ্দিন বাপ্পীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা নোয়াখালীর সাংবাদিক মুজাক্কিরের খুনীদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
প্রসঙ্গত গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে রাজনৈতিক সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।
শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বোরহান উদ্দিন মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি ছিলেন। তিনি উপজেলার চরফকিরা ইউনিয়নের নোয়াব আলী মাস্টারের ছেলে। নোয়াখালী সরকারি কলেজ থেকে সম্প্রতি রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স শেষ করে সাংবাদিকতায় যুক্ত হন মুজাক্কির।