বাংলা হেডলাইনস গাজীপুর : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজ সকালে গাজীপুর মহানগর যুবলীগ বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে।
সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তার মুক্তিযুদ্ধের ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী পাশ থেকে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের নেতৃত্বে মিছিলটি ভোট হয়ে ঢাকা -ময়মনসিংহ, ঢাকা- টাঙ্গাইল ও ঢাকা -গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে।
পরে সড়ক পরিবহন কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে গণতন্ত্রের দুশমন, স্বাধীনতাবিরোধী অপশক্তি, ধর্মান্ধ উগ্র মৌলবাদের বিরুদ্ধে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।