শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

রাজশাহীতে পৌঁছেছে করোনার টিকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আজ শুক্রবার সকালে ১৯ কাটুন ভ্যাকসিন এসে পৌঁছেছে। সেগুলো জেলা ইপিআই ষ্টোরে রাখা হয়েছে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার এই তথ্য নিশ্চত করে বলেন

ডা. কাউয়ুম বলেন, রাজশাহী নগরে চারটি কেন্দ্রে ১৬টি বুথে টিকা প্রয়োগের প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রগুলো হলো, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সিটি করপোরেশনের নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল।

রাজশাহীর জন্য বরাদ্দ হয়েছে ১৯ কাটুন ভ্যাকসিন। এর মধ্যে জেলার জন্য ১৫ কাটুন ও সিটি করপোরেশন এলাকার জন্য চার কাটুন।

প্রতিটি কার্টুনে ১২০০ ভায়াল থাকবে। একটি ভায়ালে ১০ জনকে টিকা দেয়া হবে।

সে হিসেবে রাজশাহীতে প্রথম ধাপে ২ লাখ ২৮ জনকে টিকা দেয়া হবে বলে জানান, রাজশাহীর সিভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, এ হাসপাতালে টিকা প্রায়োগের জন্য একটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

চারটি বুধে সেখানে টিকা দেয়া হবে। এখানে প্রথমে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্য কর্মীদের টিকা প্রয়োগ করা হবে। তাদের তালিকা তৈরি করা হয়েছে।

তিনি বলেন, টিকা প্রয়োগের পর যদি পার্শপ্রতিক্রিয়া দেখা দেয় তাদের চিকিৎসার জন্য রাজশাহী সংক্রমক ব্যাধি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এছাড়াও তাদের চিকিৎসার জন্য রাজশাহীর মেডিসিন বিভাগের চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করছি কোন সমস্যা ছাড়াই আমরা এই টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করতে পারবো।

রাজশাহী বিভাগের আট জেলায় প্রথম ধাপে টিকা পাবেন ৭ লাখ ২০ হাজার মানুষ।

এই টিকা প্রয়োগের জন্য জেলায় জেলায় কেন্দ্র ও বুধ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও টিকা প্রয়োগের পর পার্শপ্রতিক্রিয়া হলে করণীয় মাথায় রেখে প্রস্তুতি নেয়া হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে বিভাগের আট জেলায় একযোগে টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার।

প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন স্বাস্থ্যকর্মীরা। এর পর সাংবাদিক, পুলিশ, আনসার, বিজিবি ও ষার্টোধ্ব ব্যক্তিদের শরীরে টিকা দেয়া হবে।

সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা প্রয়োগের জন্য নির্বাচিত ব্যক্তিকে তার কেন্দ্রের নাম, বুথ, ক্রমিক, তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com