বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারে মতো রাঙ্গামাটি পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরী।
আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২২৮০১ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন পেয়েছেন ৬৯৩৫ ভোট।
প্রথমবারের মতো ইভিএমএ রাঙ্গামাটি পৌরসভা এলাকার ৯ টি ওয়ার্ডের ৩১ টি ভোট কেন্দ্রে ভোটারারা শান্তিপুর্ণভাবে ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে মোট ভোটগ্রহণ হয়েছে ৫৩.৭৮ শতাংশ।
রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমান সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিস কার্যালয়ে বেসরকারি ফলাফলে আকবর হোসেন চৌধুরীকে মেয়র পদে নির্বাচিত ঘোষণা করেন।
তৃতীয়স্থানে রয়েছে অমর কুমার দে (মোবাইল) প্রতীক নিয়ে ১৯৪৩ ভোট, চতুর্থ স্থানে রয়েছে জাতীয় পার্টির প্রজেশ চাকমা (লাঙ্গল) ১৬৯২ ভোট এবং পঞ্চম স্থানে রয়েছে ওয়াকার্স পার্টির আব্দুল মান্নান রানা (কোদাল) তিনি পেয়েছে ২৬০ ভোট।
সাধারণ কাউন্সিলার পদে ১ নং ওয়ার্ডে মোঃ হেলাল উদ্দিন (উটপাখী), ২ নং ওয়ার্ডে করিম আকবর (টেবিল ল্যাম্প), ৩ নং ওয়ার্ডে পুলক দে (ব্ল্যাক বোর্ড), ৪ নং ওয়ার্ডে মো: নুরুন্নবী (গাজর), ৫ নং ওয়ার্ডে বাচিং মারমা (পানির বোতল), ৬ নং ওয়ার্ডে রবি মোহন চাকমা (উটপাখী), ৭ নং ওয়ার্ডে মো: জামাল উদ্দিন (গাজর), ৮ নং ওয়ার্ডে কালায়ন চাকমা (টেবিল ল্যাম্প) ও ৯ নং ওয়ার্ডে সন্তোষ চাকমা (টেবিল ল্যাম্প) নির্বাচিত।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলে ১,২,৩ নং ওয়ার্ডে জোসনা বেগম (অটোরিক্সা), ৪,৫,৬ নং ওয়ার্ডে অন্তনা সেন ও ৭,৮,৯ নং ওয়ার্ডে জুবাইতুন নাহার (আনারস) নির্বাচিত হয়েছেন।