বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

রাঙ্গামাটির প্রায় ৮৬ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৫০ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি:  রাঙ্গামাটি জেলার ৮৫হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতে এ ভিটামিন প্লাস কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১ জুন) সকালে রাঙ্গামাটি সাপছড়ি কমিউনিটি ক্লিনিকে এই কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও স্বাস্থ্য বিষয়ক আহবায়ক সবির কুমার চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. নুয়েন খীসা জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলায় ৬-১১ মাস বয়সী ১০হাজার ৫৩৭ জন এবং ১২-৫৯ বয়সী ৭৫ হাজার ৩২৩ জনসহ সর্বমোট ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

রাঙ্গামাটি জেলার ১০ উপজেলায় এই কার্যক্রম চলছে। স্থানীয় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন।

তিনি আরো জানান, রাঙ্গামাটির দুর্গম এলাকায় সমানভাবে সবাইকে টিকার আওতায় আনা সম্ভব হবে না। তাই লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলমান থাকবেন। যে কারণে এক সপ্তাহের বেশিও সময় লাগতে পারে। আমরা চায় একটি শিশুও যাতে এই কর্মসূচী থেকে বাদ না পড়ে তার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com